সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেক’র মৃত্যুবার্ষিকী আজ
কেশবপুর (যশোর) প্রতিনিধি
সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য এ.এস.এইচ.কে সাদেকের আজ সোমবার ১২তম মৃত্যুবার্ষিকী। যশোর-৬ কেশবপুর আসন থেকে পর পর দু’বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর তার কেশবপুরস্থ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর মৃত্যুতে কেশবপুরবাসি শোকে স্তব্ধ হয়ে পড়ে।
কেশবপুরের সার্বিক উন্নয়নে সকল ক্ষেত্রে রয়েছে তাঁর হাতের ছোঁয়া। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে সোমবার বেলা ১১ টায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেক-এর সহধর্মিনী সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি উপস্থিত থাকবেন। এছাড়া যশোর জেলা আওয়ামী লীগ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ-সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত থাকবেন।