সাবেক শিক্ষামন্ত্রী আমজাদ হোসেনের স্ত্রীর মৃত্যুবার্ষিকীতে দোয়া
খবর বিজ্ঞপ্তি
সাবেক শিক্ষামন্ত্রী এস এম আমজাদ হোসেনের সহধর্মিনী মমতাজ রওশন জাহানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বাদ জোহর রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া গ্রামে ওই পরিবারের বাড়ীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া- মাহফিলে ওই পরিবারের আত্মীয়-স্বজন, স্থানীয়রা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নিয়েছিলেন। মিলাদ শেষে মোনাজাতে তারা প্রয়াতকে জান্নাতবাসী করার আবেদনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান। টেলিফোনবার্তায় মরহুমার কনিষ্ঠ পুত্র আমেরিকা প্রবাসী এস এম রানা হোসেন তার মায়ের আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চান।
