সাবেক রাষ্ট্রপতি ও জাপা চেয়ারম্যান এরশাদের কুলখানি ও দোয়া অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানি উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তাবারক বিতরণে আয়োজন করা হয়।
এ উপলক্ষে সকাল হতে কোরআন তেলাওয়াত, বেলা ১১টায় মরহুমের স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাপা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু। প্রধান অতিথি ছিলেন জাপা প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়। বিশেষ অতিথি ছিলেন জাপা ভাইস চেয়ারম্যান সাবেক এমপি আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস, সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক এমপি আলহাজ্ব শেখ আবুল হোসেন ও মহানগর আহŸায়ক এড. মঞ্জুর-উল আলম।
মহানগর সদস্যসচিব মোল্যা শওকাত হোসেন বাবুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহানগর সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবির, যুগ্ম সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা জাপার সাধারণ সম্পাদক এম হাদীউজ্জামান, জাপা নেতা শেখ সাদী, শরীফ মোঃ শাহজাহান, এড. মাহাতাব উদ্দিন, এস এম এরশাদুজ্জামান ডলার, তোবারক হোসেন তপু, গাজী গওর, মোতয়ালী শেখ, আব্দুল লতিফ জমাদ্দার, মোঃ জাহাঙ্গীর হোসেন, জি এম বাবুল, শাহজাহান আলী সাজু, শাহরিয়ার নজিম, রহমত আলী খান, এড. এস এম মাসুদুর রহমান, সুলতান আহমেদ, শফিকুল ইসলাম বাচ্চু, প্রিন্স হোসেন কালু, শহিদ হাওলাদার, শাহনাজ পারভীন ফরিদা ইয়ামিন, মোল্যা সাইফুল ইসলাম, মাসুম হায়দার, এজাজ আহমেদ, জমির উদ্দিন, মাজাহার জোয়ার্দ্দার পান অপূর্ব দত্ত নেকু, ইফতেখারুল ইসলাম, এম এ আজিজ, শেখ জিয়া উদ্দিন, বেল্লাল হোসেন, অয়ন খান, গাজী মোশাররফ হোসেন, তৈয়মুর হোসেন শাহীন, বাবুল হোসেন রাজু, গাজী খোকন প্রমুখ। দোয়া পরিচালনা করেন অধ্যাপক গাউসুল আজম।