সাবেক ফুটবলার আমিনুলসহ বিএনপির ৩০ জনের জামিন
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীর পল্লবী থানায় পুলিশের দায়ের করা মামলায় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামসহ দলটির অঙ্গ সংগঠনের ৩০ নেতাকর্মীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
গতকাল রবিবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ তাদের ৪ সপ্তাহের আগাম জামিন দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার কায়সার কামাল।
গত ২২ ফেব্রæয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে করা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপির ৬৯ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো অনেকের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এ মামলায় আমিনুল ইসলামসহ ৩০ জন হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করেন।