সাবেক ছাত্রলীগ সভাপতি মাঈনুদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন
রোববার তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে নিজেই জানিয়েছেন।
মাঈনুদ্দিন বলেন, কয়েকদিন ধরে প্রচণ্ড জ্বর ও কাশিতে ভুগছিলেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করতে দেন তিনি।
“গত বৃহস্পতিবার রেজাল্ট পজেটিভ আসে। এর পর গতকাল আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই।”
জ্বর-কাশি ছাড়াও দীর্ঘ দিন থেকে নিমোনিয়ার সমস্যায়ও ভুগছেন বলে তিনি জানান।
মাইনুদ্দিন হাসান চৌধুরী ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।