সাবেক ছাত্রলীগ ফোরাম খানজাহান আলী থানা শাখার শোক সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকাল ৫টায় ফুলবাড়ীগেট আওয়ামী লীগ কার্যালয় সাবেক ছাত্রলীগ ফোরাম খানজাহান আলী থানা শাখার উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়। শোক সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রলীগ ফোরামের আহবায়ক আবু হেনা বাবলু।
শোক সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাকিল আহমেদ, মোঃ ইউসুফ আলী খলিফা, এফএম জাহিদ হাসান জাকির, প্রধান বক্তা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক জাতীয় পরিষদের সদস্য (সাবেক ভিপি) মোঃ আতিকুজ্জামান সেলিম, মোঃ নাসির উদ্দিন ও মোঃ তরিকুজ্জামানের পরিচালনায় বক্তৃতা করেন মনির সিকদার শেখ তরিকুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা, হাবিবুর রহমান, বাবর আলী, সিদ্দিকুর রহমান, মতিয়ার রহমান, মোঃ আব্দুর রব, মাসুম খন্দকার, সেকেন্দার, সরদার বায়েজিদ, সাইফুল ইসলাম বাবু, ইনসান সরদার, শেখ ইমরান, শেখ সুমন, আব্দুর রাজ্জাক প্রমুখ।
