সাবেক ছাত্রনেতা আজমের মৃত্যুতে নগর বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
৮০ দশকে বিএল কলেজ ছাত্রদলের অন্যতম সংগঠক সাবেক ছাত্রনেতা আজম খান বাদল (৫৫) গতকাল শুক্রবার সকল সাড়ে ৭টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী ১ কন্যা ১ পুত্র রেখে যান। গতকাল বাদ জুম্মা দৌলতপুর পাট-শিল্প এলাকা মসজিদে জানাজা এবং মহেশ্বরপাশা কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় নগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রেনি পেশার মানুষ অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে শোক, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন নগর বিএনপি নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু, ইকবাল হোসেন খোকন প্রমুখ।