সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গাজী মোস্তফার দাফন সম্পন্ন
খানজাহান আলী থানা প্রতিনিধি
বারাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজী মোস্তফা (৭০) এর জানাজা রবিবার আছরবাদ বারাকপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এর আগে তাকে রাষ্ট্রিয় মর্যাদায় দিঘলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হামিদ আল আজদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টীম গার্ড অফ অনার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান নজরুল ইসলাম, দিঘলিয়া থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মোল্যা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের গাজী আজগর আলী, জেলা আইন জীবি সমিতির সাধারণ সম্পাদক মোল্যা মশিউর রহমান, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ মোল্যা, দিঘলিয়া থানার অফিসার্স ইনচার্জ মানস রঞ্জন দাস, খানজাহান আলী কলেজের অধ্যক্ষ এস এম এ দাউদ, মোঃ আব্দুল মান্নান, শেখ মিজানুর রহমান, বারাকপুর আ’লীগের সভাপতি গাজী আঃ রউফ, সাধারণ সম্পাদক চৌধরী ওদুদ হোসেন, সাবেক জাতীয় ক্রিকেটার মোঃ পাভেল, জেলা ছাত্রলীগ নেতা আমিনুর রহমান, বারাকপুর মাধ্যমিক বিদালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার কুন্ড, সহকারী শিক্ষক পরিমল কুমার মন্ডল, ইসলাম প্রচার পরিষদের সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম গাজীপুরী, বারাকপু জামে সমজিদের খতিব হযরত মাওঃ মাসনুর হোসেনসহ এলাকার গন্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।