সাবেক ক্রীড়া সংগঠক মফিজুর রহমান গোর্কি আর নেই, বিভিন্ন মহলের শোক
দ. প্রতিবেদক
খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক কাউন্সিলর ও আবুল কাশেম স্মৃতি সংসদের সাবেক সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মফিজুর রহমান গোর্কি (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। আজ সোমবার সন্ধ্যা ৬.৫০ মিনিটে নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। এর আগে তিনি চীন থেকে চিকিৎসা করিয়েছিলেন। মরহুম গোর্কি খুলনা সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রুমা খাতুনের স্বামী। সোমবার রাত সাড়ে ১১টায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দক্ষিণাঞ্চল পরিবারের শোক : এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণাঞ্চল প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক এস এম সাহিদ হোসেন, প্রধান সম্পাদক মারুফ হোসেন। বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন পত্রিকার বার্তা সম্পাদক (ভারপ্রাপ্ত) মিলন হোসেন, সিনিয়র রিপোর্টার জয়নাল ফরাজী, শশাঙ্ক স্বর্ণকার, স্পোর্টস রিপোর্টার আনওয়ার আহমেদ মুন, স্টাফ রিপোর্টার আলি আবরার, ফটোসাংবাদিক এস এম বাহাউদ্দিন-সহ কর্মরত সকল সাংবাদিক, কর্মকর্তাবৃন্দ।
খুলনা জেলা ক্রীড়া সংস্থা : সাবেক এ ক্রীড়া সংগঠকের মৃত্যতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। এক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন এসোসিয়েশনের সহ-সভাপতি সহ-সভাপতি এড মোঃ সাইফুল ইসলাম, এসএম মোর্ত্তজা রশিদী দারা, মোস্তাফিজুর রহমান বাবলু, আজমল আহম্মেদ তপন, সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ মোতালেব মিয়া, যুগ্ম সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ, জিএম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান জহির মুকুল ও অন্যান্য নেতৃবৃন্দ। অনুরূপ শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন আবুল কাশেম স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ