December 21, 2024
জাতীয়

সাফল্য তুলে ধরতে ঢাকায় হবে আন্তর্জাতিক ব্যবসায়ী সম্মেলন

দক্ষিণাঞ্চল ডেস্ক

অর্থনীতিতে বাংলাদেশের সাফল্য বিশ্ববাসীর কাছে তুলে ধরতে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে একটি বড় আন্তর্জাতিক ব্যবসায়ী সম্মেলন। এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ২৭টি দেশের ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক ও অর্থনীতিবিদরা এই সম্মেলনে অংশ নেবেন।

কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই) সঙ্গে সম্মেলনের যৌথ আয়োজক বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া ‘৩৩তম সিএসিসিআই কনফারেন্স’ নামক এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘এশিয়া: বিশ্ব ব্যবস্থায় নতুন কেন্দ্রস্থল’।

আয়োজকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, ভারত, হংকং, থাইল্যান্ড, তাইওয়ান, ফিলিপিন্স, ইরান, শ্রীলংকা, নেপাল, তুরস্কসহ ২৭টি প্রতিনিধিরা এখানে উপস্থিত থাকবেন। মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে দুদিনের এই সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি থাকবেন সিএসিসিআই সভাপতি সামির মোদি।

বাংলাদেশে প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। গতকাল সোমবার দুপুরে সোনারগাঁও হোটেলে সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে আলাপকালে তিনি  বলেন, গত দশ বছরে বাংলাদেশ অনেক এগিয়েছি। সেই সাফল্যই এই সম্মেলনের মাধ্যমে বিশ্বকে জানানো হবে।

আমরা আরও অনেক দূর যেতে চাই। সে লক্ষ্যে সরকার মধ্যম আয়ের দেশের জন্য রূপকল্প ২০২১, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-২০৩০ এবং উন্নত দেশের তালিকার যাওয়ার জন্য ভিশন-২০৪১ বাস্তবায়নে কাজ করছে। কিন্তু এজন্য প্রচুর বিনিয়োগ প্রয়োজন। দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে কাংখিত লক্ষ্যে যেতে হবে আমাদের। এক্ষেত্রে সিএসিসিআই কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

ফজলে ফাহিম বলেন, এই কনফারেন্সের প্রধান লক্ষ্য হচ্ছে ২৭ দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ-অর্থনীতি নিয়ে আলোচনা ও সংলাপ। ২৭ দেশের ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, বিশেজ্ঞরা এখানে বসবেন। সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই অঞ্চলের কম্বাইন্ড পপুলেশন হচ্ছে বিশ্বে মোট জনসংখ্যার ৩০ শতাংশ। ১৫ ট্রিলিয়ন ডলার এদের কম্বাইন্ড জিডিপি। এখানে যে দেশগুলো আমাদের থেকে পণ্য নেওয়ার অ্যাবিলিটি আছে, তারা পণ্য ও সেবা নেবে। যে দেশগুলোর বিনিয়োগ করার সুযোগ আছে তাদের সামনে তুলে ধরা হবে যে, বাংলাদেশের ১৭ কোটি মানুষের বিশাল একটা অভ্যন্তরীণ বাজার আছে। এছাড়া আছে রিজিওনাল মার্কেট। আছে ডিউটি ফ্রি-কোটা ফ্রি মার্কেট অ্যাকসেস।

এই অপারচুনিটিগুলো তাদের সামনে তুলে ধরা হবে। বিভিন্ন দেশে থেকে ৪০ জন প্যানেলিস্ট সম্মেলনে তাদের মূল্যবান মতামত তুলে ধরবেন, বলেন এফবিসিসিআই প্রধান।

ফাহিম বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর যে সেশন হচ্ছে ওখানে বাংলাদেশ থেকে কিছু বিশেষজ্ঞ যেমন-আমাদের সামিট গ্র“পের আজিজ খান সাহেবসহ আরও অনেকেই অংশ নেবেন।

মূলত বিষয়টা হচ্ছে, বাংলাদেশের ১০ বছরের যে সাফল্যগুলো সেগুলো গভর্মেন্ট  টু গভর্মেন্ট অ্যাওয়ার। বেসরকারি খাতে এই অ্যাওয়ারনেস আরও ডেভেলপ করার স্কোপ আছে। এজন্য এই ধরণের আন্তর্জাতিক মাল্টিন্যাশনাল যে গ্র“পগুলো আছে তাদের সঙ্গে আমাদের অ্যাকটিভিটি এফবিসিসিআইয়ের নতুন বোর্ড আসার পর আরও বাড়িয়েছি। সেটার অংশ হিসেবেই এই প্রথম বাংলাদেশে এ ধরনের ব্যবসায়ী সম্মেলন করা হচ্ছে বলে জানান ফাহিম।

কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি- সিএসিসিআই হচ্ছে এশিয়া ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের আঞ্চলিক সংগঠন।

এটা হচ্ছে একটি বেসরকারি সংগঠন; যা এই অঞ্চলে ব্যবসায়ীদের মুখ্য ভূমিকা ত্বরান্নিত করে। ১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর থেকে আঞ্চলিক ব্যবসায় মধ্যে যোগাযোগ বাড়াতে এবং আঞ্চলিক পর্যায়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করতে মুখ্য ভূমিকা পালন করছে। এ অঞ্চলের ২৭টি দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন সিএসিসিআই এর সদস্য।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *