January 7, 2025
জাতীয়লেটেস্ট

সাত কলেজ নিয়ে প্রধানমন্ত্রী সমাধান দেবেন : ওবায়দুল

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজ নিয়ে আন্দোলকারীদের কর্মসূচি থেকে বিরত থাকার আহŸান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী দেশে ফিরে যৌক্তিক সমাধান দেবেন। গতকাল বুধবার সচিবালয়ে ঈদুল আযহার প্রস্তুতি, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক সংস্কার ও সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের বিষয়ে সজাগ আছি। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তিনি এলে যৌক্তিক, বাস্তবসম্মত বিষয়টি বিবেচনা করবেন। তার আগে তারা যেন রাস্তা অবরোধ করে জনগণকে কষ্ট না দেয়, শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার ক্ষতি না করে। তাদেরকে অনুরোধ করছি, তারা যেন ধর্মঘটের পথ থেকে বিরত থাকে।

শিক্ষামন্ত্রী দীপু মনি আন্দোলনকারীদের সঙ্গে দুয়েকদিনের মধ্যে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও তিনি জানান। আলাপ আলোচনা যে সমস্যার সমাধান করা যায়, সেখানে পথ অবরোধ করে জনগণকে দুর্ভোগে ঠেলে দেওয়াই উচিত।

প্রধানমন্ত্রীর আগ্রহে ২০১৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। এসব কলেজে ভর্তি পরীক্ষা, পাঠ্যসূচি ও পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই পরিচালিত হচ্ছে।

কলেজগুলো হল- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

কিন্তু ওই সাত কলেজের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও অ্যাকাডেমিক কার্যক্রমে ধীর গতি দেখা দিয়েছে অভিযোগ তুলে গত বুধ ও বৃহস্পতিবার শাহবাগ মোড় অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

তাদের কয়েক ঘণ্টার অবরোধের কারণে ওই মোড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এরপর রবি, সোম ও মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ দেখায় তারা। ফলে ক্লাস পরীক্ষা-বন্ধ থাকে।

এর আগে ১৬ জুলাই প্রতি মাসে প্রত্যেকটি বিভাগে প্রতি কলেজে দুই দিন করে মোট ১৪ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস নেওয়াসহ মোট পাঁচটি দাবি সাড়ে তিন ঘণ্টা নিউ মার্কেট মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় সাত কলেজের শিক্ষার্থীরা।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *