সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ
সাতক্ষীরা প্রতিনিধি
গানের সুরে ও নৃত্যে এবং পূষ্প অর্পনের মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা শিক্ষা অফিসার ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার মন্ত্রানালয়ের সাতক্ষীরার উপ-পরিচালক শাহ্ আবদুল সাদী, সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জুলফিকার আব্দুল্লাহ, শিক্ষক শামীমা ইসমত আরা, শিক্ষার্থী নুসাইবাতা তাসফিয়া ও মারজান বিনতে আমিনউল্লাহ প্রমুখ।
এসময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় কোমলমতি শিক্ষার্থী ৩য়ও ৬ষ্ঠ শ্রেণির ২৬৪ জন নবীন শিক্ষার্থীকে ফুল ও কাপ পরিয়ে বরণ করে নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো. আনিছুর রহমান।