December 24, 2024
আঞ্চলিক

সাতক্ষীরা সদরসহ জেলার ৭টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

 

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা সদর উপজেলাসহ জেলার ৭টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।  শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পেয়ে স্ব স্ব প্রার্থীর কর্মী-সমর্থকরা এ সময় আনন্দ-উল্লাস প্রকাশ করেন।

সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক অনিন্দিতা রায় জানান, আওয়ামীলীগ দলীয় প্রার্থী আসাদুজ্জামান বাবুকে নৌকা, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগের বিদ্রোহী) এসএম শওকত হোসেনকে আনারস ও গোলাম মোরশেদকে মোটরসাইকেল প্রতীক প্রদান করা হয়। এছাড়া  ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বিভিন্ন প্রতীক প্রদান করা হয়।

এছাড়া জেলার বাকী ৬ টি উপজেলা যথাক্রমে কলারোয়া, তালা, আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্ব-স্ব প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হয়।

উল্লেখ্য ঃ তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার ৭টি উপজেলায় আহামী ২৪ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ##

আসাদুজ্জামান

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *