সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ চারজন কারাগারে
সাতক্ষীরা প্রতিনিধি
নাশকতার একটি মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানসহ ৪ জনের জামিন না মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ সাদিকুল ইসলাম তালুকদার তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
সাতক্ষীরা জজ কোর্টের পিপি তপন কুমার দাস জানান, ২০১৮ সালের ১৭ ডিসেম্বর জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসান, তুহিন সরদার, সোহানুর রহমান শিমুল ও ভুট্টো গাইনের নামে আশাশুনি থানায় একটি নাশকতার মামলা দায়ের হয়। এ মামলায় তারা এতো দিন উচ্চ আদালতের জামিনে ছিলেন। আজ তারা সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানালে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।