সাতক্ষীরা-খুলনা মহাসড়কে মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত২
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশ মাইল নামক স্থানে মোটর সাইকেল ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছেন অ্যাম্বুলেন্সের ড্রইভার হজরত আলী। নিহতরা হলেন, শহরের লস্করপাড়া এলাকার আবুল বাশারের ছেলে কামরুল হাসান (৩৫) ও উত্তর কাটিয়া এলাকার এমদাদ আলীর ছেলে নান্নু (৩৪)।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, নিহত মোটর সাইকেল আরোহী কামরুল ও নান্নু সাতক্ষীরার ডিশ লাইন স্টার কেবলসের কর্মচারি। তারা একটি মোটর সাইকেলে তালা থেকে সাতক্ষীরায় ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে যাওয়া একটি অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হলে অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় সিবি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তারা মারা যান। এ সময় আহত হন অ্যাম্বুলেন্সের ড্রইভার হজরত আলী। ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।