সাতক্ষীরায় ১৬ মামলার আসামির লাশ, পাশে অস্ত্র-হাতবোমা
দক্ষিণাঞ্চল ডেস্ক
সাতক্ষীরার পুলিশ ১৬ মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধারের কথা জানিয়েছে, যার মৃতদেহের পাশে অস্ত্র ও হাতবোমা পাওয়া গেছে। কালীগঞ্জ থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সুলতানের মোড় থেকে রবিবার সকালে লাশটি তারা উদ্ধার করেন। নিহত নোবা সরদার (৫৫) কালীগঞ্জের নলতা ইউনিয়নের কাজলা কাশিবাটি গ্রামের ঠাণ্ডাই সরদারের ছেলে।
পুলিশ বলছে, কালীগঞ্জ থানার তালিকাভূক্ত সন্ত্রাসীর তালিকায় নোবার নাম ছিল। এছাড়া তার বিরুদ্ধে জোড়া খুনসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে।
ওসি হাসান বলেন, পূর্ব কোনো বিরোধের জেরে দুই দলের মধ্যে গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, পুলিশ নোবাকে অনেকদিন ধরে খুঁজছিল। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। পাশে পড়ে ছিল একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, রামদা ও হাতবোমা।