সাতক্ষীরায় ১৪ বোতল ফেন্সিডিলসহ চোরাকারবারী আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কুশখালী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ১৪ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ এক চোরাকারবারীকে আটক করেছে। গতকাল রবিবার দুপুরে সদর উপজেলার কুশখালী সীমান্তের বেঁড়িবাধ এলাকা থেকে উক্ত ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটক চোরাকারীর নাম শামীম হোসেন (৩৫)। তিনি সদর উপজেলার মাধবকাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে ফেন্সিডিল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কুশখালী বিওপির নায়েক ওমর ফারুকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এসময় চোরাকারবারী শামীমকে আটক করা হয়। এরপর তার দেহে তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা উক্ত ফেন্সিডিল গুলো জব্দ করা হয়। বিজিবি আরো জানান, জব্দকৃত ফেন্সিডিলের বাজার মূল্য ৫ হাজার ৬’শ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি‘র অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক শামীমকে মাদকদ্রব্যসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।