October 30, 2024
আঞ্চলিক

সাতক্ষীরায় হোম কোয়ারেন্টাইনে না থাকায় ১০ হাজার টাকা জরিমানা

 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা শহরের কামালনগরের বিদেশ ফেরত প্রবাসী এক যুবক হোম কোয়ারেন্টাইনে না থেকে বাহিরে ঘুরাঘুরি করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন তাকে এ জরিমানাসহ কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। বিদেশ ফেরত ওই প্রবাসী যুবকের নাম কামরুজ্জামান। তিনি শহরের কামাননগর এলাকার ওহিদুর রহমানের ছেলে।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি সাতক্ষীরায় ফিরে আসা বিদেশ ফেরত ওই প্রবাসী হোম কোয়ারেন্টাইনে না থেকে বাহিরে ঘুরাঘুরি করায় তার (জেলা প্রশাসকের) নির্দেশে তাকে দ্বন্ডবিধির ১৮৬০ এর আলোকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাকে ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। গত ১৫ মার্চ তিনি মালদ্বীপ থেকে দেশে ফিরেছেন বলে স্বীকারও করেছেন। এসময় এলাকাবাসীকেও সতর্ক করা হয়, যেন কোন প্রবাসী বা বিদেশি আসলে তাকে যেন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

তিনি আরো জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। হোম কোয়ারেন্টাইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *