December 22, 2024
জাতীয়

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বন্দর শ্রমিক নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক

সাতক্ষীরা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বন্দর শ্রমিক নিহত হয়েছেন বলে পরিবার জানিয়েছে। নিহত শশ্মান কুমার সরকার (৪৫) সদর উপজেলার ভোমরা ইউনিয়নের নবাদকাটি গ্রামের দুর্গাচরণ সরকারের ছেলে। ভোমরা বন্দরে শ্রমিকের কাজ করতেন তিনি।

শশ্মান সরকারের বড় ভাই সন্তোষ সরকার বলেন, বৃহস্পতিবার রাতে তিনি খবর পান তার ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পরিবারের সদস্যরা ভোমরা বন্দর সড়কের পাশে বাদামতলা গিয়ে রাস্তার ধারে তাকে পড়ে থাকতে দেখেন। শশ্মান কুমারের বাইসাইকেলও সেখানে পড়ে ছিল। শুক্রবার বিকাল ৩টার দিকে লাশ দাহ করার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তবে কিভাবে বা কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটে সে সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।

নিহত শশ্মান কুমারের ভাতিজা দিলীপ সরকার বলেন, কাকা ভোমরা বন্দরে শ্রমিকের কাজ করতেন। রাতে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তবে নিহতের শরীরে দুর্ঘটনার কোনো আলামত ছিল কিনা সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছু বলতে পারেননি। শশ্মানকে রাস্তার পাশ থেকে উদ্ধার করার পর হাসপাতালে নেওয়া হয়নি কেন সে বিষয়ে পরিবারের সদস্যারা কিছু বলতে চাননি।

পুলিশেও অভিযোগ দেয়নি পরিবারটি। তবে পুলিশকে খবর দেওয়া হয়েছিল বলে দিলীপ সরকার দাবি করেছেন। পুলিশ এ বিষয়ে কিছু জানে না বলে দাবি করেছে।

সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, শশ্মানের মৃত্যু সম্পর্কে পুলিশকে কেউ অবগত করেনি। পুলিশকে খবর দেওয়া হয়েছে বলে পরিবারের দাবি সঠিক না।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *