January 23, 2025
জাতীয়

সাতক্ষীরায় সোয়া দুই কেজি সোনা উদ্ধার

দক্ষিণাঞ্চল ডেস্ক

সাতক্ষীরার ভোমরা সীমান্তের কাছ রেথকে দুই কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার সন্ধ্যায় ৩৩ বিজিবির সদর দপ্তরে সাংবাদিকদের সোনার বার ও অলঙ্কারগুলো দেখায় বিজিবি।

সাতক্ষীরার ৩৩ বিজিবির অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্ত থেকে আনুমানিক ৩শ গজ অভ্যন্তরে লক্ষীদাড়ি পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে দুই কেজি ৩৫০ গ্রাম ওজনের সোনা আটক করে।

তিনি জানান, আটককৃত সোনা জেলা প্রশাসকের কার্যালয়ে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে ‘এক কোটি সাতচল্লিশ লাখ ছিয়ানব্বই হাজার টাকা মূল্যের‘সোরা উদ্ধার হলেও এ অভিযানে কোন সোনা চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *