সাতক্ষীরায় সদর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি মুক্তিযোদ্ধা খায়ের, সম্পাদক শাহজান
সাতক্ষীরা প্রতিনিধি
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে উক্ত কাউন্সিল অধিবেশন শুরু হয়। এরপর সন্ধায় দ্বিতীয় অধিবেশনে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার ও সাধারন সম্পাদক পদে শাহজান আলীর নাম ঘোষনা করা হয়।
এর আগে সকালে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেনের সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। অধিবেশন উদ্বোধন করেন, সদর ০২ অসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল-মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এস.এম কামাল হোসেন এমপি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার প্রমুখ।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ প্রমুখ। প্রধান অতিথি এসময় বলেন, বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি সরকারকে সহযোগিতা করার আহবান জানান।
এদিকে, দ্বিতীয় অধিবেশনে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, সাধারণ সম্পাদক শাহজান আলী ও সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান নাসিমের নাম ঘোষণা করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছিল পৌর আওয়ামী লীগের কাউন্সিলরদের ভোট গননা।