সাতক্ষীরায় শীতে ছিন্নমূল মানুষের দুর্ভোগ
সাতক্ষীরা প্রতিনিধি
গত কয়েকদিনের তুলনায় সাতক্ষীরায় শীত আজ কিছুটা কম রয়েছে। গতকাল বুধবার সকাল ৬টায় সাতক্ষীরায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে কুয়াশা আচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মেলে। এদিকে শীতের কারনে দিন মজুর ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। তবে শীতের সকালে খেজুর গাছের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। এদিকে, ঠান্ডাজনিত কারনে শিশুরা কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর-সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, সকাল ৬ টায় সর্ব নিম্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।