সাতক্ষীরায় র্যাবের পৃথক অভিযানে জুয়ার সামগ্রী ও ইয়াবাসহ আটক ৭
সাতক্ষীরা প্রতিনিধি
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে নগদ টাকা ও বিভিন্ন জুয়ার সামগ্রীসহ ৬ জুয়াড়ীকে আটক করেছে। সোমবার ভোর রাতে তাদেরকে সদর উপজেলার রেউই মাঝেরপাড়া এলাকার একটি বাঁশ বাগানের মধ্য থেকে আটক করা হয়।
এ সময় জব্দ করা হয় নগদ ৩৫ হাজার ৭৯২ টাকা, ১৩ সেট তাস, ৬ প্যাকেট সিগারেট, একটি মানিব্যাগ, একটি ডেভিট কার্ড, একটি প্রেস আইডি কার্ড, একটি এনআইডি কার্ড, একটি ড্রাইভিং লাইসেন্স, একটি হাত ঘড়ড়ি, ৩টি মোবাইল ফোন, ৫টি সীম কার্ড, ২টি মেমরী কার্ড, ও একটি মোটরসাইকেল।
আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার মাহামুদপুর গ্রামের মৃত ছকিম উদ্দিন গাজীর ছেলে আব্দুর রহমান আবদার (৬৩), যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শিয়ালগুনা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪৫), সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামের মৃত মকবুল হোসেন ঢালীর ছেলে আবু মূসা ঢালী (৩৮), রেউই গ্রামের মৃত রহিম বাক্স সরদারের ছেলে রফিকুল ইসলাম (৪০), হাওয়ালখালী গ্রামের মৃত জামাল উদ্দিন সরদারের ছেলে শফিকুল ইসলাম (৪২) ও খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চাকুন্দি গ্রামের মৃত ছলিম গাজীর ছেলে হান্নান গাজী (৬৮)।
র্যাব জানায়, সদর উপজেলার রেউই মাঝেরপাড়া গ্রামে কতিপয় ব্যক্তিরা এক সাথে জড়ো হয়ে জুয়া খেলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেনের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে নগদ টাকা ও বিভিন্ন জুয়ার সামগ্রীসহ উক্ত ছয় জুয়াড়িকে আটক করে। আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব আরো জানায়।
এদিকে, র্যাবের একই আভিযানিক দল অপর একটি অভিযানে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবাসহ আফতাবুজ্জামান (২০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করে। সে কলারোয়ার বাগডাঙ্গা গ্রামের মৃত একরামুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।