সাতক্ষীরায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার
দক্ষিণাঞ্চল ডেস্ক
সাতক্ষীরা দেবহাটার একটি মৎস্য ঘের থেকে আলী হোসেন (২৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের চিলেডাঙ্গা বিলের কেওড়াতলা মৎস্য ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক আলী হোসেন দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের মাঝ সখিপুর গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, আলী হোসেন দিন মজুরের কাজ করতো। মঙ্গলবার থেকে সে নিখোঁজ ছিল। এ নিয়ে তার পরিবার থানায় জিডিও করেছিল। বুধবার দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ কেওড়াতলা মৎস্য ঘের থেকে তার লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য সাতক্ষীরা সদর হাসপাতল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের ভাই সখিপুর ইউপি সদস্য আকবর আলী জানান, তার ভাবীর সাথে স্থানীয় জাকিরের পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে সালিশ বৈঠকও হয়েছিল। এরই জের ধরে তার ভাইকে হত্যা করা হতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।