সাতক্ষীরায় মারধরের পর যুবকের মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
সাতক্ষীরায় এক ব্যক্তিকে মারধরের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। জেলার আশাশুনি থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, শুক্রবার সকালে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদুল ইসলাম তৌহিদ সানা (৩০) নামে এই ব্যক্তির মৃত্যু হয়। সানা আশাশুনির বড়দল গ্রামের সিদ্দিক সানার ছেলে। তার নামে একাধিক মাদক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সানার বোন রিনা রহমান বলেন, বড়দল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সানা গত সোমবার মাদক মামলায় জামিনে জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন। সন্ধ্যায় বড়দল বাজারের একটি দোকানে বসে ছিলেন। সেখানে প্রতিপক্ষের কিছু লোক তাকে অতর্কিতে মারধর করে। তাকে খুলনার একটি বেসরকবারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মৃত্যু হয়। মৃত্যুর ঘটনায় রিনা ছয়জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন বলে তিনি জানান।
ওসি বিপ্লব বলেন, মৃত্যুর পর ছয়জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তবে পুলিশ আসামিদের নাম বলেনি। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।