সাতক্ষীরায় মধ্যবিত্তদের খুঁজে ফটোসেশন ছাড়া খাবার দিচ্ছে ছাত্রলীগ নেতা নয়ন
খবর বিজ্ঞপ্তি
ত্রাণ বা খাদ্য সহায়তা বিতরণের চিরাচরিত ধারা পরিহার করে ব্যক্তিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ ইসলাম নয়ন। করোনার সংকটময় পরিস্থিতে যেখানে ত্রাণ দিতে সারাদেশে চলছে আনুষ্ঠানিকতা ও ফটোসেশন, সেখানে ছাত্রলীগ নেতা নিভৃতে এই মুহূর্তে অসহায় মানুষের দোরগোরায় খাবার পৌছে দিচ্ছে। খাবার গ্রহীতাদের কোনো ছবি না তুলে রাতের আঁধারে ১০০ মধ্যবিত্ত পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন তিনি। এসব খাবারের মধ্যে আছে ৫ কেজি চাল, এক কেজি ডাল, আধা কেজি তেল ও একটি সাবান।
গতকাল বুধবার রাতে শহরের পলাশপোল সহ আশেপাশের কয়েকটি এলাকার মধ্যবিত্ত পরিবারগুলোকে খুঁজে বের এ খাবার পৌছে দেন তিনি। এসময় ছাত্রলীগ নেতা রাজিবুল, সাগর, মাসুম, মিজানুল ইসলাম, মাজেদ, জীবন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহমুদ ইসলাম নয়ন জানান, গরীব মানুষদের জন্য প্রশাসন ও বিত্তবানরা খাদ্যের ব্যবস্থা করলেও মধ্যবিত্তরা সাহায্য চাইতে পারছেন না। তাই তাদের খুঁজে বের করে রাতে আমরা খাবারগুলো পৌছে দিচ্ছি। তারা যাতে সাহায্য নিতে সংকোচ বোধ না করে তাই হাতে খাবার দিয়ে ছবি তোলা থেকে আমরা বিরত থাকছি। পর্যায়ক্রমে অনান্য এলাকাগুলোতেও আমরা খাদ্য সহায়তা পৌছে দেবো।