January 15, 2025
আঞ্চলিক

সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ৯ ব্যবসায়ীকে জরিমানা

 

সাতক্ষীরা প্রতিনিধি

করোনা ভাইরাস সংক্রমণের সুযোগ কাজে লাগিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম উচ্চমূল্যে বিক্রয় করে বাজার অস্থিতিশীল করে তোলা, কৃত্রিম সংকট সৃষ্টি করা ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯ ব্যবসায়ীকে ১ লাখ ৭৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উক্ত ৯  ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়।

জানা যায়, দুপুরে শহরের সুলতানপুর বড়বাজারে সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আসাদুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় কাঁচামাল পাইকারী ব্যবসায়ী মেসার্স রনি ভান্ডারের স্বত্বাধিকারী আব্দুল গফফরকে ভূয়া ভাউচার বানিয়ে বেশি দামে পণ্য বিক্রি করার অভিযোগে ৫০ হাজার টাকা ও খুচরা কাঁচামাল ব্যবসায়ী ইশার আলীকে বেশি দামে কাঁচা পণ্য বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সদর উপজেলা ঝাউডাঙ্গা বাজারের দুই কাঁচামাল ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে তালা উপজেলার পাটকেলঘাটা ও ত্রিশমাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আরো ছয় ব্যবসায়ীকে ৫৪ হাজার টাকা জরিমানা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান চলছিল বলে জেলা প্রশাসনসূত্রে জানা গেছে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *