January 21, 2025
আঞ্চলিক

সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অবৈধ নোট-গাইড বিরোধী অভিযান

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা শহরের পোস্ট অফিস, কলেজ মোড় ও শহীদ নাজমুল সরণিস্থ বইয়ের দোকানগুলোতে অবৈধ নোট ও গাইড বই এর বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বেশ কিছু অবৈধ নোট ও গাইড বইও জব্দ করা হয়। শনিবার দুপুরে জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী জানান, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস.এম মোস্তফা কামালের নির্দেশে সাতক্ষীরা জেলার বিভিন্ন বইয়ের দোকানে অবৈধ নোটবই এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় দোকানগুলোতে প্রাপ্ত অবৈধ নোট বই জব্দ ও পরবর্তীতে কেউ যেন এধরণের নোট বই বিক্রি না করে সে ব্যাপারে সতর্ক করা হয়।

তিনি আরো জানান, সাতক্ষীরা জেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। নোটবই বা গাইড বই মুখস্থ করার সংস্কৃতি প্রতিভাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। শিক্ষার্থীরা পরিনামে আত্মবিশ্বাসহীনতায় ভুগে। এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ লাভের এখনই উপযুক্ত সময়।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *