সাতক্ষীরায় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
সাতক্ষীরা শহরের নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে রাজারবাগান কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান। নিহত নাজমুল হাসান (২৫) সদর উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের ওবেদ আলীর ছেলে।
ওসি বলেন, স্থানীয় আব্দুল হামিদের নির্মাণাধীন ওই চারতলা ভবনে ছাদ ঢালাইয়ের কাজ করার সময় নাজমুল পড়ে যান। এ সময় তার মাথা ফেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখনে সকালে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।