November 29, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

সাতক্ষীরায় বিএনপির নেতা সাবুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে : মঞ্জু

খবর বিজ্ঞপ্তি
সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, বিভিন্ন আন্দোলন, সংগ্রামের বলিষ্ঠ নেতৃত্বদানকারী নেতা মাহফুজুর রহমান সাবুকে কারাগারে চিকিৎসায় অবহেলা করে পরিকল্পিতভাবে সরকার হত্যা করেছে বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেন, কারা অভ্যন্তরে থাকা অবস্থায় ১৪ জুন বিকাল সাড়ে ৩টায় বিএনপি নেতা সাবু অসুস্থ হয়ে পড়লেও তার পরিবার-পরিজনকে কোন খবর দেয়া হয়নি। অসুস্থ হওয়ার ২ ঘণ্টা পরে বিকাল সাড়ে ৫টায় কারাগার থেকে বের করে রাত ৯টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টায় একজন কারারক্ষীর মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে পৌঁছে পরিবারের সদস্যরা বিএনপি নেতা সাবুর মরদেহ দেখতে পান। ১৫ জুন বেলা পৌঁনে ১২টায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। সাবুকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান সাবুকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মঞ্জু বলেন, বর্তমান সরকারের ১৩টি মিথ্যা মামলার আসামী মরহুম মাহফুজুর রহমান সাবু ২০১৭ সালে কারারুদ্ধ অবস্থায় স্ট্রোকের পরও মিথ্যা মামলায় আসামী করে এবং সাজা দেয়। ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাতক্ষীরা সফরকালে গাড়ির বহরে হামলার ঘটনায় দায়েরকৃত মিথ্যা মামলা যা গত ২০১৪ সালে হাইকোর্টের আপিল আদেশের প্রেক্ষিতে সাতক্ষীরা আদালতে দাখিলকৃত হয়ে গত ৪ ফেব্রুয়ারীতে আদালত কর্তৃক ৪ বছর সাজাপ্রাপ্ত হয়ে গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতা সাবু আদালতে আত্মসমর্পন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, নগর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, আমির এজাজ খান, মোশাররফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, অ্যাড. এস আর ফারুক, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, এড. শরিফুল ইসলাম খোকন, মাহবুব কায়সার, জিএম কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, মহিবুজ্জামান কচি, এড. তাছলিমা খাতুন ছন্দা, মুর্শিদুর রহমান লিটন, নাজমুস সাকিব পিন্টু, মিজানুর রহমান মিলটন, শামসুজ্জামান চঞ্চল, জাফরি নেওয়াজ চন্দন, শাহানাজ পারভিন, ওয়াজিউদ্দিন সান্টু, মিজানুর রহমান মিজান, খন্দাকার ফারুক হোসেন, মনির হোসেন, সামসুল বারি পান্না, মোহাম্মদ আলী, রাহাত আলী লাচ্চু, রেহেনা পারভিন, শেখ হেমায়েত হোসেন, সাহাবুদ্দিন মন্টু, মনিরুজ্জামান লেলিন, আবু সাঈদ শেখ, এনামুল হক সজল, আসাবুর রহমান পাইলট, মফিজুল ইসলাম মফিজ, শরিফুল ইসলাম, হেলাল উদ্দিন, তানভির আলম, খালীদ হোসেন, খান রায়হান, সেলিম বড়মিয়া, বায়জিদ হোসেন, আবিদ আল রাহাত প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *