সাতক্ষীরায় বাসের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক
মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত কাজী সাইদুর রহমান (৫৬)
উপজেলার মৌতলা গ্রামের কাজী এমদাদ হোসেনের ছেলে।
কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, শনিবার দুপুরে সাইদুর পাম্প
থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কালিগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে স্টার পাম্পের
সামনে সাতক্ষীরাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সাইদুর
ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ বাসটি আটক করলেও চালককে ধরতে পারেনি
বলে তিনি জানান।
যশোরে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক এক কিশোর নিহত
হয়েছেন। গতকাল শনিবার সকালে নাভারণ থেকে সাতক্ষীরাগামী মহাসড়কের
বাগআচড়া ময়ূরী সিনেমা হলের সামনে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন
বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) শুকদেব রায়। নিহত
কিশোর রাব্বি হোসেন (২০) উপজেলার রাড়িপুকুর গ্রামের রফিকুল
ইসলামের ছেলে।
শুকদেব রায় বলেন, মোটরসাইকেল চালিয়ে রাব্বি সাতমাইল থেকে বাড়ি
ফিরছিলেন। এ সময় সাতক্ষীরামুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন
থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়।
ট্রাকটি আটক করা হয়েছে উলেখ করে নাভারণ হাইওয়ে পুলিশের উপ-
পরিদর্শক টিটু কুমার নাথ জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও তার
সহকারী ‘পালিয়েছে।’ নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।