সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এমপি রবিকে সংবর্ধনা
সাতক্ষীরা প্রতিনিধি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর ২ আসনে পুনরায় এমপি নির্বাচিত হওয়ায় মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে গতকাল সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মন্তোষ কুমার দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিলভার জুবলী সরকারি প্রাথমি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চায়না ব্যানার্জী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, ইউআরসি ইন্সট্যাক্টর আবু তাহের, সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, সন্দীপ কুমার রায়, সন্তোষ কুমার মন্ডল, গৌরাঙ্গ গাইন, ইয়াছিন আলী, প্রমুখ।