সাতক্ষীরায় দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়। রিচার্জ ইন্সটিটিভ বাংলাদেশ (রিইব) সংস্থার আয়োজনে ও ওয়াল্ড ব্যাংক এর সহযোগীতায় উক্ত মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলাটি উদ্বোধন ঘোষনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ।
সাবেক সাতক্ষীরা পৌর কাউন্সিলর ও তথ্য উদ্যক্তা ফরিদা আক্তার বিউটির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, প্রথম আলো’র ষ্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, এ্যড. শাহনাজ পারভীন মিলি, সাংবাদিক এম এ ফয়সাল, সমাজসেবক জোছনা দত্ত, রিইব কর্মকর্তা সাকিবুর রহমান, অসিম দাস, গৌতম সরদার, লাভলু প্রমুখ।