সাতক্ষীরায় তৃতীয় শ্রেণীর সরকারী কর্মচারীদের কর্মবিরতি পালিত
সাতক্ষীরা প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় তৃতীয় শ্রেণীর সরকারী কর্মচারীদের পদ পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করনের দাবীতে কর্মবিরতি পালিত হয়েছে। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে গতকাল সোমবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উক্ত কর্মবিরতি পালন করা হয়।
সংগঠনটির সভাপতি মাকসুদুর রহমান খান চৌধুরী সুজার সভপতিত্বে কর্মবিরতিতে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি জিন্নাতুন আরা রুপালী, সাধারণ সম্পাদক ওয়াজেদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কাজী সফিউল আজম, ক্রীড়া সম্পাদক শাহাদাতুল করিম বাপ্পী, সদস্য আব্দুল হান্নান, গোলাম মোস্তফা, রুহুল আমিন, নজরুল ইসলাম, শ্যামা প্রসাদ, জগদীশ, রতন, সুফিয়া, আফরোজা প্রমুখ। বক্তারা এ সময় তৃতীয় শ্রেণীর সরকারী কর্মচারীদের পদ-পদবী পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নীত করনের জন্য সরকারের কাছে জোর দাবী জানান।