January 22, 2025
আঞ্চলিক

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনসহ ২১ দফা দাবিতে মানববন্ধন

 

সাতক্ষীরা প্রতিনিধি

জলাবদ্ধতা নিরসনসহ ২১ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। গতকাল  বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক আনিসুর রহিম, সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আব্দুল হামিদ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, সাধারণ সম্পাাদক মমতাজ আহমেদ বাপী, সাবেক পিপি এড. সৈয়দ ইফতেখার আলী, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জ্যো¯œা  দত্ত প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার বদ্দিপুর কলোনী, কামালনগর, রথখোলা বিল, সদর উপজেলার মাগুরা, ডেইয়ের বিল, মাছ খোলার বিলসহ বিস্তীর্ণ এলাকা বিগত কয়েক দিনের বৃষ্টিতেই তলিয়ে গেছে। এতে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেকের বাড়ির উঠানে হাঁটু সমান পানি জমে গেছে। রাস্তার উপর পানি জমে জনসাধারনের চলাচল বিঘিœত হচ্ছে। আর এ জন্য অপরিকল্পিত চিংড়ি ঘের, পৌসভার ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়া, নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়া ও সংযোগ খালগুলো যথাযথভাবে খনন না করা, খালের মধ্যে নেট পাটা দিয়ে পানি প্রবাহে বাধা সৃষ্টিসহ বর্ষার পানি নদীতে না পড়তে পারাকেই দায়ী করেছেন বক্তারা। বক্তারা এ সময় প্রশাসনিকভাবে উদ্যোগ নিয়ে অবিলম্বে জলাবদ্ধতার নিরসনের জোর দাবী জানান।

বক্তারা ভোমরা বন্দরকে পূর্ণাঙ্গ বন্দরে রুপান্তর, সুন্দরবনকে পর্যটক কেন্দ হিসেবে গড়ে তোলাসহ ২১ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *