সাতক্ষীরায় খালপাড়ে নিখোঁজ কলেজছাত্রীর লাশ
দক্ষিণাঞ্চল ডেস্ক
সাতক্ষীরা শ্যামনগরের তিনদিন আগে নিখোঁজ এক কলেজ ছাত্রীর লাশ একটি খালের পাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের কুলখালী খালপাড় থেকে শুক্রবার সকালে মরিয়ম খাতুন ময়না (২২) নামে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। মরিয়ম ওই ইউনিয়নের বল্লভপুর গ্রামের আব্দুল কাদেরের ছোট মেয়ে এবং শ্যামনগর মহসিন কলেজের ছাত্রী ছিলেন।
মরিয়মের বাবা আব্দুল কাদের বলেন, মঙ্গলবার তার মেয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। অরেক খোঁজাখঁজি করেও তাকে না পেয়ে শ্যামনগর থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়। সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে বলে জানান তিনি। আব্দুল কাদেরের অভিযোগ, তার মেয়েকে হত্যার পর ফেলে রাখা হয়েছে।
ওসি বলেন, গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মেয়েটির লাশ উদ্ধার করা হয়। তার পরনে নীল রঙের জিন্সের প্যান্ট ও লাল-কালো রঙের সোয়েটার ও গলায় সাদা ওড়না ছিল। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।