সাতক্ষীরায় ইয়াং টাইগার্স অনুর্ধ-১৮ এর উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ-২০১৯-২০ ইয়াং টাইগার্স অনুর্ধ-১৮ এর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা স্টেডিয়ামে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ খেলার উদ্বোধন করেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর্জা সালাহ উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তৈয়েব হাসান বাবু, অনুর্ধ-১৮ এর ভেন্যু ম্যানেজার আ.ক.ম আক্তারুজ্জামান মুকুল প্রমুখ ।
আগামী ০১ নভেম্বর শুক্রবার ইয়াং টাইগার্স অনুর্ধ-১৮ এর দ্বিতীয় খেলায় মুখো মুখি হবে চুয়াডাঙ্গা জেলা দল বনাম কুষ্টিয়া জেলা দল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও ভেন্যু ম্যানেজার আ.ক.ম আক্তারুজ্জামান মুকুল।