সাতক্ষীরায় ইঞ্জিনভ্যান উল্টে চালক নিহত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে ইঞ্জিন ভ্যান উল্টে চালক নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার কুশলিয়া মৌতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত চালকের নাম জিয়ারুল ইসলাম (২০)। সে সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর গ্রামের আব্দুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে জিয়ারুল বাড়ি থেকে বের হয়ে কাঠ বোঝাই ইজ্ঞিনভ্যান চালিয়ে কালিগঞ্জ উপজেলার মৌতলা বাজারের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে কুশলিয়া নামক স্থানে পৌাছালে ইঞ্জিভ্যানটি অসাবধান বশতঃ রাস্তার উপর উল্টে যায়। এ সময় জিয়ারুল কাঠ বোঝাই ওই ইঞ্জিন ভ্যানের তলায় পড়ে ঘটনা স্থলেই মারা যায়। পরে স্থানীয়রা তার স্বজনদের খবর দিলে তারা তার লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর সদর হাসপাতাল নিয়ে আসেন। এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।