সাতক্ষীরার স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার সামগ্রী বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরার প্রাক্তন রোভার স্বাউটদের সংগঠন ‘স্বপ্নসিঁড়ি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০ টায় শহরের রাজারবাগান এলাকায় সুবিধা বি ত মানুষের মধ্যে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। স্বপ্নসিঁড়ির আহবায়ক নাজমুল হকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা রোভার স্কাউটের সম্পাদক ও স্বপ্নসিঁড়ির উপদেষ্টা এস এম আসাদুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ও স্বপ্নসিঁড়ির উপদেষ্টা আ ন ম গাউছার রেজা, উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ির যুগ্ম সদস্য সচিব সালাউদ্দীন রানা, সদস্য (অর্থ) আব্দুল্লাহ আল মামুন, সদস্য ওহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, এস এম বিপ্লব হোসেন প্রমুখ। প্রসঙ্গত, ২০২০ সালে করোনাকালীন সময়ে খাদ্য সহায়তা বিতরণের মাধ্যমে প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ি, সাতক্ষীরা আত্মপ্রকাশ ঘটে।