January 8, 2025
আঞ্চলিক

সাতক্ষীরার নলতা শরীফে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৫ তম বার্ষিক ওরছ শরীফ শুরু

 

সাতক্ষীরা প্রতিনিধি ঃ অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, পাবলিক পরীক্ষায় নামের পরিবর্তে রোল পদ্ধতির প্রবর্তক পীরে কামেল সুলতানুল আউলিয়া, কুতুবুল আকতাব গওছে জামান, আরেফ বিল্লা, হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৫তম বার্ষিক ওরছ শরীফ গতকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। ৩ দিন ব্যাপী বার্ষিক ওরছ শরীফে দেশের বিভিন্ন স্থান ও বিদেশ থেকে পীর কেবলার হাজার হাজার ভক্তবৃন্দ ইতিমধ্যে সাতক্ষীরার নলতা শরীফে এসেছেন। আবাসন, খাওয়া, এবাদত বন্দেগীসহ নানা বিষয়ে পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম এবং ওরছ শরীফ উদ্যাপন কমিটির আহবায়ক আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ’র বিশেষ দিক নির্দেশনায় ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্মকর্তাদের তত্ত¡াবধানে নলতা শরীফসহ আশপাশের এলাকায় ধর্মীয়ভাবগাম্ভীর্য পরিবেশ ও সাজ সাজ রব বিরাজ করছে।

তিনদিনের এই ওরছ শরীফে দেশ বিদেশের বিখ্যাত আলেম ওলামাগন ধর্মীয় বয়ান করবেন। ১০ ফেব্রæয়ারি রোববার আখেরী মোনাজাতের মধ্যদিয়ে এই ওরস শেষ হবে বলে জানিয়েছেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষে সভাপতি আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *