সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে কালিগঞ্জের নিজদেবপুর গ্রামে এ ঘটনটি ঘটে। শিশুটির নাম মাহিদ হোসেন লাবিব। সে কালিগঞ্জের নিজদেবপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শিরা জানান, শিশু লাবিব বাড়ীর পাশে একটি পুকুর ধারে খেলা করছিল। এ সময় অসাবধানতা বশত সে ওই পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তার স্বজনরা তার লাশ ওই পুকুর থেকে উদ্ধার করেন। এদিকে, শিশু লাবিবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।