November 25, 2024
আঞ্চলিক

সাতক্ষীরায করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশনে দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত দুই ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা শহরের পুরাতনসাতক্ষীরা এলাকার মৃত মান্দার সরদারের ছেলে শাহাবুদ্দিন সরদার (৭০) ও দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর এলাকার মৃত ঠাকুর চরনের ছেলে রাধাকান্ত চরন (৭৫)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ^াসকষ্ট নিয়ে গত ৮ জুন রাধাকান্ত ও ১৪ জুন শাহাবুদ্দিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর সেখানে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে শাহাবুদ্দিন ও সকাল ১০ টায় রাধাকান্ত মারা যান। তারা দুই জন যেদিন মেডিকেলে ভর্তি হয়েছিলেন ওই দিনই তাদের নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি। তিনি আরো জানান, যথাযথ নিয়ম মেনেই ইসলামিক ফাউন্ডেশন থেকে তাদের লাশ দাফন করা হবে।

এদিকে, এ নিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সাতক্ষীরা জেলায় এখন পর্যন্ত মোট ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *