সাড়ে তিনশ’ লন্ড্রী দোকানদারকে খাদ্যদ্রব্য উপহার পাঠালেন যুবলীগ নেতা শেখ সুজন
দ. প্রতিবেদক
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপির নির্দেশনায় খুলনা-৩ আসনের সাড়ে তিনশত লন্ড্রী দোকানদারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য উপহার হিসেবে পাঠিয়েছেন খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।
আজ বৃহস্পতিবার শেখ সুজনের প্রতিনিধিরা খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানার ওইসব দোকানদারদের খাদ্যদ্রব্য পৌঁছে দেন।
জানা গেছে, প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ আজ কর্মহীন। তাদের সাহায্য-সহযোগিতার জন্য অনেকেই এগিয়ে আসছেন। তেমনি শেখ শাহাজালাল হোসেন সুজন প্রথম থেকেই এসব অসহায় মানুষকে সার্বিক সহযোগিতা করে আসছেন। এছাড়া করোনা আক্রান্ত ও লকডাউনকৃত পরিবারের পাশেও তিনি দাঁড়িয়েছেন।
এ বিষয়ে খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপির নির্দেশনায় খুলনা-৩ আসনের বিভিন্ন পেশার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় মহানগর যুবলীগের নেতারা নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আগামীতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।