November 22, 2024
জাতীয়

সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের ফেরত পাঠাতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান

সাজাপ্রাপ্ত হয়ে যেসব যুদ্ধাপরাধীরা যুক্তরাজ্যে অবস্থান করছে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশ সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী (দক্ষিণ এশিয়া, কমনওয়েলথ এবং ইউএন বিষয়ক) লর্ড আহমেদ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

সোমবার (১৫ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এ সাক্ষাৎ হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠককালে করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার স্বীকৃতি দেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, নিরাপত্তা সহযোগিতা, সাইবার নিরাপত্তা এবং জলবায়ু প্রকল্প এসব বিষয়ে আলোচনা করেন তিনি।

এসময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন কোভিড-১৯ এর কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ায় যুক্তরাজ্যকে ধন্যবাদ জানান।

লর্ড আহমেদ ২১তম ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দিতে তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *