সাগরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে গোসল করতে নেমে আলী আকবর (২০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১২টায় স্থানীয়দের সহায়াতায় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ আলী আকবরের মরদেহ উদ্ধার করে। নিহত আলী আকবর পিরোজপুর জেলার ভাইজোড়া গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে। কুয়াকাটা টুরিস্ট পুলিশের পরিদর্শক মো. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, একই সময় সাগরে গোসল করতে গিয়ে পিরোজপুরের মো. সুজন (২২) এবং গাজীপুরের আসমা আক্তার অসুস্থ্য হয়ে পড়েন। তাদের উদ্ধার করে কুয়াকাটার তুলাতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালের চিকিৎসক মো. বেলাল হোসেন ক জানান, বর্তমানে তারা আশঙ্কামুক্ত। তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।