সাকিবকে যেভাবে স্বাগত জানাল সানরাইজার্স
দক্ষিণাঞ্চল ডেস্ক
বিসিবির অনাপত্তিপত্র পেয়ে বৃহস্পতিবারই কলকাতার পথে উড়াল দিয়েছেন সাকিব আল হাসান। রোববার ইডেন গার্ডেন্সে প্রাক্তন দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে তার বর্তমান দল সানরাইজার্স হায়দ্রাবাদ।
বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সাকিবই আইপিএলে নিয়মিত। ২০১১ সাল থেকে খেলেছেন প্রতিটি আসরেই। প্রথম ৬ বার কলকাতার হয়ে খেলেছেন। গেল আসর থেকে মাঠে নামছেন হায়দ্রাবাদের জার্সি গায়ে।
ইনজুরির কারণে সাকিবের অনাপত্তিপত্র পাওয়া কিছুটা অনিশ্চয়তার মধ্যে ছিল। সামনেই বিশ্বকাপ। তাই বোর্ড চাইছিল না ঝুঁকিতে পড়ুক দলের খেলোয়াড়। তবে চিকিৎসকের ছাড়পত্র পেয়েই শর্ত সাপেক্ষে সবুজ সংকেত দেয় বিসিবি। শর্ত অবশ্য সাকিবের ফিটনেস সংক্রান্তই। আইপিএল চলাকালীন সাকিবকে সার্বক্ষণিক বিসিবির ডাক্তার ও ফিজিওর সাথে যোগাযোগ রাখতে হবে। এবং ফিটনেস সম্পর্কে তাদের জানাতে হবে।
এদিকে দলের অভিজ্ঞ অল রাউন্ডারকে পেয়ে দারুণ আনন্দিত সানরাইজার্স। নিজেদের অফিসিয়াল টুইটারে সাকিবকে স্বাগত জানিয়ে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘দারুণ অভিজ্ঞ ও একজন অল রাউন্ড পারফর্মার। সাকিব আল হাসান শুধু ফিরছেই না, ফিরছেন ঝুলি ভর্তি কৌশল নিয়ে।’