January 19, 2025
আঞ্চলিকবিনোদন জগৎলেটেস্টশীর্ষ সংবাদ

সাউন্ডটেক এর ব্যানারে শনিবার মুক্তি পাচ্ছে কে.এম. বাসারের ৫ম মৌলিক গান

দ. প্রতিবেদক
আগামী শনিবার সাউন্ডটেক এর ব্যানারে মুক্তি পাচ্ছে গায়ক কে.এম. বাসারের ৫ম মৌলিক গান ‘তুমি কি আমারই মত’ গানটি। গানটির কথা ও সুর করেছেন সোহাগ আহম্মেদ এবং মিউজিক কম্পোজ করেছেন স্টুডিও হল অফ সিম্ফনি এর কর্ণধর এ.এস. আরিফিন সজল।
নদীর যেমন ভাঙা-গড়া আছে ঠিক তেমন মানুষের জিবনেও ভাঙা-গড়া আছে এভাবেই গানটিকে চিত্রায়িত করা হয়েছে। গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন শিল্পী নিজেই এবং সহ শিল্পী হিসেবে কাজ করেছেন মডেল ও অভিনেত্রী জান্নাত আফরিন।

গায়ক কে. এম. বাসার পেশায় রূপসা কলেজ, খুলনা এর একজন প্রভাষক। একাধারে সম্প্রতি তিনি সিটি ল কলেজ, খুলনা থেকে এলএলবি সম্পন্ন করেছেন। তার মতে সাউন্ডটেক এর কর্ণধর সুলতান মাহমুদ বাবুল ভাই তাকে তার ৫ম মৌলিক গান ‘তুমি কি আমারই মত’ গানটি তার কোম্পানি থেকে প্রকাশ করায় তিনি তার কাছে চির কৃতজ্ঞ। গায়ক কে.এম. বাসার তার গানের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরতে চান। তিনি খুব ছোটবেলা থেকেই গান করেন। বলতে গেলে গানের প্রতি নেশা থেকেই তার গানের প্রতি এতোটা টান এবং গান করেন সম্পূর্ণ নিজের শখের বশে। তার ওস্তাদ সোহাগ আহম্মেদ ও এ.এস. আরিফিন সজল। গানের প্রতি তার এ পথ চলায় সকলের সহযোগিতা কামনা করেছেন, এছাড়া তিনি তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও ছাত্র-ছাত্রীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *