সাউথ হেরাল্ড ইংলিশ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধন
সাউথ হেরাল্ড ইংলিশ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন গতকাল সকাল সাড়ে ৮টায়করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উদ্ভোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
সভাপতিত্ব করেন কেমপি পুলিশ কমিশনার ও স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সরদার রকিবুল ইসলাম বিপিএম। বিশেষ অতিথি ছিলেন স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সহ-সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক শেখ শফিউল আজম, এ্যাড. এইচ.এম জাহাঙ্গীর হোসেন, মোঃ আরিফুর রহমান, পিতাংশু বিশ্বাস, ডা. রেশমা পারভীন সম্পা, মোঃ আব্দুল নাঈম, স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুবনা ফেরদৌসী, সদস্য ও শিক্ষক প্রতিনিধি আবুল হোসেন আকিব। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রি, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও অবিভাবকবৃন্দ।