সাইবার ক্রাইম ইউনিট ঢেলে সাজানো হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
দক্ষিণাঞ্চল ডেস্ক
আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সাইবার ক্রাইম ইউনিটকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, অনলাইনে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিরোধে প্রটেকশন নেওয়া হচ্ছে। সাইবার ক্রাইম ইউনিট গঠন করা হয়েছে। ছোট পরিসরে কাজ চলছে। এখন এটিকে ঢেলে সাজানোর কাজ চলছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কেউ রুখতে পারবে না। গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি নবীণ বরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে বিশেষ বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যাতিরিক্ত অধ্যাপক খন্দকার ড. বজলুল হক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৮ সালে যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলা হয়েছিল, তখন অনেকে বিদ্রুপ করতো। সেই স্বপ্ন আজকে বাস্তবায়িত হয়েছে। এটাই দক্ষতা, এটাই নেতৃত্ব। এসময় তিনি মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহŸান জানান।