সাইতারের পথে
অনিক সাহা
পর্ব ১ঃ
লম্বা ছুটির এক উত্তম ব্যবহার করতে গেছিলাম তিনাপ সাইতারে। বম ভাষায় সাইতার কথাটির অর্থ ঝরনা । ১২ জনের ছোট-খাটো টিমকে বিদায় জানাবার জন্য এসেছে ট্রাভেলেটস এর অন্যতম মেম্বার সুহাসিনী আপু ।
বাস সময় মত না আসায় বেশ কিছুক্ষন অপেক্ষার শেষে উঠে পরলাম ঢাকা – কক্সবাজার বাসে। বান্দরবনের টিকিট না পাওয়াই বিকল্প ব্যবস্থা আর কি !
বাসে উঠেই পিছনের ১২ টা সিটে বসে পরলাম। ট্যুরমেট মানসী সাকিয়া সিলভী মামুন আর নাদিম গান শুরু করলো। আমি দক্ষ শ্রোতা হয়ে শুনছিলাম ওদের। মানসী পাশ থেকে আমাকে বারবার বলছে “কি রে!! এদিকে এসে জয়েন কর” ।
অপরিচিতদের সাথে মিশতে আমার একটু সময় লাগে, কিন্তু আশ্চর্যের বিষয় আমি বাকিদের সাথে খুব সহজেই মিশে গেলাম।
সুর মেলালাম ওদের সাথে।
শুরু হল যাত্রা…… এক মধুর ভ্রমণের প্রারম্ভিকা …
পুনশ্চঃ অনেকেই জানে না তিনাপ সাইতার কি!! তিনাপ সাইতার বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত যা বান্দরবনের রোয়াংছড়িতে অবস্থিত। হাম হাম, খৈয়াছড়া বা নাপিত্তাছড়া গেলে আমরা সবাইকে যেমন বলি “হাম হাম/ খৈয়াছড়া / নাপিত্তাছড়া যাব” ঠিক তেমনি এটাও তেমন।
তিনাপ সাইতার যাবো।